
- নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি জেলা বধির ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এজিএম অনুষ্ঠিত হয় সোমবার।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার বধির ছাত্র ছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় সেখানে। সংবর্ধনা দেওয়া হয়েছে মৌসুমী রায়, প্রত্যুষ ভট্টাচার্য, অপর্ণা চক্রবর্তী, দিলীপ শা ও অন্তরা দত্তকে। রাজ্য শ্রবণ প্রতিবন্ধী ফুটবল প্রতিযোগিতা আগামী ৭ই আগস্ট কলকাতার বেলেঘাটা সুভাষ সরোবর ফুটবল গ্রাউন্ড অনুষ্ঠিত হবে। জলপাইগুড়ি বধির ক্রীড়া সংস্থার সহকারী সম্পাদিকা রিয়া রায় জেলা বধির ফুটবল দল নাম ঘোষণা করেন। অন্যতম গুরুত্বপূর্ণ দুই জন ফুটবলার দিলীপ ও নীলাঞ্জন অনুপস্থিত থাকায় জেলা ফুটবলের নেতৃত্ব দেওয়া হয় অভিষেক বসুকে।তার সঙ্গে মোঃ সেলিম, প্রেম শা, আয়ুষ ঝা, আশিষ বর্মন, মুন্না সরকার, দীপক শৈব, রাকেশ সরকার, জলেশ্বর রায়, বিকি মোদক, অভিজিৎ রায়, অভিজিৎ রায় (সিনিয়র), তপন রায়, অনুপ রায়, ম্যানেজার সুজয় পালের নাম ঘোষিত হয় ওই টিমের । আগামী ৫ই আগস্ট ট্রেনে রওনা হবে এই টিম। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি কুমার দত্ত, কার্যকরী সভাপতি শ্বাশ্বতী গুহ রায়, সহ সভাপতি উজ্জ্বল দাস চৌধুরী, ঐশিকা রায়, সহ সম্পাদক রিয়া রায় সহ অন্যরা।