
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি জলপাইমোড় ট্রাফিক গার্ডের ওসি তথা পুলিশ কর্মী মহম্মদ রহমান চাকরি থেকে অবসর নিলেন সোমবার। করোনার সময় এই ট্রাফিক ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা নিজেদের সেবামূলক কাজে বেশি বেশি করে নিয়োজিত করেন।এমনিতেই রোদে পুড়ে জলে ভিজে ট্রাফিক পুলিশের কর্মীরা সারা বছর ধরেই কাজ করেন জনস্বার্থে। সেই সব দিক চিন্তা করে সোমবার সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটির তরফে ব্যতিক্রমী টোটো চালক ও সমাজসেবী মুনমুন সরকার ট্রাফিক ওসিকে সংবর্ধনা জানান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
