নিজস্ব প্রতিবেদন ঃ পদ্মশ্রী করিমূল হককে সঙ্গে নিয়ে শিলিগুড়ির বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল ডুয়ার্সের মাল ব্লকের রাজাডাঙাতে রবিবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করলেন। গ্রামের বহু মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তিনি বিনামূল্যে ওষুধ বিলি করলেন।
শিলিগুড়ির সুকান্ত বসু এবং সেন্ট জন এম্বুলেন্স এসোসিয়েশনের সহায়তায় ডুয়ার্সের রাজাডাঙাতে ওই চিকিৎসা শিবির বসে। ব্যবস্থাপনায় ছিলেন পদ্মশ্রী করিমুল হক। শিলিগুড়ির বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল সকাল থেকে সকলের স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ বিলি করেন। ডাক্তার শীর্ষেন্দু পাল গ্রামে গিয়ে যেভাবে গরিব মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করছেন তার তারিফ করেন পদ্মশ্রী করিমুল হক।
ডাক্তার শীর্ষেন্দু পাল জানিয়েছেন, এবার তিনি স্থির করেছেন বিভিন্ন বন্ধ চা বাগানে সময় করে যাবেন। বন্ধ চা বাগানের শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তিনি ওষুধও বিলি করবেন। নিজেকে তিনি শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না বলে জানিয়েছেন। প্রসঙগত শিলিগুড়ি জেলা হাসপাতালের চিকিৎসক ছিলেন ডাঃ শীর্ষেন্দু পাল।