
নিজস্ব প্রতিবেদন ঃ গোটা বাংলা জুড়ে বৃহস্পতিবার থেকে কার্যত পুজোর ঢাকে কাঠি পড়লো।বাংলার দুর্গোৎসব ইউনেস্কোর স্বীকৃতি মেলায় বৃহস্পতিবার কলকাতায় যেমন উৎসব অনুষ্ঠান হয়েছে তেমনই জেলায় জেলায় অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শিলিগুড়িও তার বাইরে নেই। শিলিগুড়িতেও এদিন বিরাট শোভাযাত্রা বের হয়। বাংলার দুর্গোৎসবকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে ওই শোভাযাত্রা বের হয়। জাতিধর্ম নির্বিশেষে বিভিন্ন মানুষ তাতে যোগ দেন। স্কুলের ছোট শিশু থেকে বয়স্ক মানুষকেও শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায়
