নিজস্ব প্রতিবেদন ঃঃ পুজো উৎসব মানে দুঃখী অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো। বহু মানুষই সেকথা মাথায় রেখে আজকাল উৎসবের দিনগুলোতে মানবিক ও সামাজিক কাজের প্রয়াস নেন। শিলিগুড়ি আশ্রমপাড়ার ঐতিহ্যমন্ডিত জে টি এস ক্লাবও বুধবার রাতে তাদের পুজো উদ্বোধনের সময় সেরকমই কাজ করলো।
এদিন রাতে জে টি এসের পুজো মন্ডপ উদ্বোধনের সময় হাকিমপাড়ার শিলিগুড়ি উদয় নামে সংস্থার হাতে পাঁচ হাজার টাকা তুলে দেন ওই ক্লাবের সদস্যরা। বিশেষ চাহিদাসম্পন্ন এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করছে শিলিগুড়ি উদয়। উৎসবের মধ্যে মুখ গোমড়া করে বসে থাকা সেইসব শিশুদের মুখে হাসি ফোটাতে তারা পাঁচ হাজার টাকা তুলে দেন বলে ক্লাবের তরফে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এর বাইরে ক্লাবের ক্যান্সার আক্রান্ত এক সদস্যের পাশেও তারা এদিন দাঁড়িয়েছেন।
ওই ক্লাবের কর্মকর্তা প্রানতোষ সাহা বলেন, পুজোর পাশাপাশি তারা সামাজিক ও মানবিক কাজকে বিশেষ গুরুত্ব দেন। এবারে তাদের ক্লাব নাগাল্যান্ডের এক আদিবাসী উপজাতি সম্প্রদায়ের জীবনধারনের ওপর পুজোর থিম তৈরি করেছে। তাদের পুজোয় এবারও প্রতিমা এসেছে কলকাতা কুমোরটুলি থেকে। আলোকসজ্জা চন্দননগরের। তারা এবারও খবরের ঘন্টার উদ্যোগে তৈরি হওয়া সামাজিক ও পরিবেশ সচেতনতার সঙ্গীতগুলো তাদের পুজো মন্ডপে বাজাবেন।