গান্ধী জয়ন্তীতে কোচবিহার সাগরদীঘি চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা, শিলিগুড়িতেও অনুষ্ঠান সূর্যসেন কলেজের

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ও কোচবিহার, ২ অক্টোবরঃ ভারত স্কাউট এন্ড গাইডসের পক্ষ থেকে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীকে সামনে রেখে কোচবিহার সাগরদিঘী চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলো। সংস্থার চেয়ারম্যান জয়ন্ত অধিকারী জানান, পরিষ্কার-পরিচ্ছন্নতাই মহাত্মা গান্ধীর অন্যতম লক্ষ্য ছিল। তাই তাঁর জন্ম জয়ন্তীকে সামনে রেখে তাদের ১৩২ জন সদস্য এদিন নোংরা-আচ্ছন্ন সাগরদিঘী চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্রতী হয়েছেন । আগামীতে পরিষ্কার-পরিছন্নতা নিয়ে তাদের সংস্থা আরও কাজ করবে বলে জানিয়েছেন ভারত স্কাউট এন্ড গাইডসের এর চেয়ারম্যান জয়ন্ত অধিকারী।

অন্যদিকে প্রতিবছরের ন্যায় এবারও শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের এনএসসি ও কন্যাশ্রী বিভাগের যৌথ উদ্যোগে পরিবেশকে সুস্থ ও সুন্দর করবার পরিকল্পনাকে মাথায় রেখে plogging run ( প্লগিং রান) এর আয়োজন করা হয়েছিল। এর মুখ্য উদ্দ্যেশ্য ছিল নিজের শহরের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ۔মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিলিগুড়ি হাসমিচক থেকে রাস্তায় পরে থাকা আবর্জনা ও প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ একত্রিত করে মহাবিদ্যালয় পর্যন্ত নিয়ে যায়। ۔এছাড়া করোনা মহামারীকে মাথায় রেখে সকলেই মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরে সতর্কতা অবলম্বন করে।সমাজসেবী ও শিক্ষা কর্মী তনিমা ঘোষ এই কাজে সকলকে উৎসাহিত করেন।

۔