পদ্মশ্রী করিমুল হকের চিকিৎসার জন্য সবরকম সহায়তা

নিজস্ব প্রতিবেদন ঃ চোখের জটিল রোগে ভুগতে থাকা পদ্মশ্রী করিমুল হকের চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অত্রি শর্মা। শুক্রবার বিশিষ্ট ওই আইনজীবীর সঙ্গে সঙ্গে পদ্মশ্রীর চিকিৎসায় যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন সমাজসেবী কাজল সরকার এবং দীনেশ আগরওয়ালাও।

চোখের জটিল রোগে ভুগছেন পদ্মশ্রী করিমুল হক। তাঁর চোখে তিনটি ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনগুলো না দিতে পারলে পদ্মশ্রীর দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। এই অবস্থায় শিলিগুড়ি বর্ধমান রোডের দ্য হিমালয়ান আই ইন্সটিটিউট থেকে বিনা পয়সায় একটি ইঞ্জেকশন দেওয়া হয় বুধবার। ওই ইন্সটিটিউট থেকে ডাঃ সুপ্রতীক ব্যানার্জী, ডাঃ সঙ্গীতা গোস্বামী এবং কমলেশ গুহ মানবিক কারনে এগিয়ে আসেন। খবরের ঘন্টায় সেই খবর একমাত্র সম্প্রচারিত হয়। খবরের ঘন্টার ফেসবুক পেজ থেকে পদ্মশ্রীর জন্য সকলকে এগিয়ে আসার আবেদন জানানো হয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। বহু মানুষ পদ্মশ্রীর পাশে থাকার আশ্বাস দেন। খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষ এ বিষয়ে ব্যক্তিগতভাবে বিশিষ্ট সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে আবেদন জানান। সোমনাথবাবু শিলিগুড়ি পঞ্জাবি পাড়ার বাসিন্দা তথা বিশিষ্ট আইনজীবী অত্রি শর্মার নজরে আনলে অত্রিবাবু মানবিক কারনে পদ্মশ্রীর পাশে থাকার আশ্বাস দেন। শুক্রবার খবরের ঘন্টার সম্পাদকের মাধ্যমে করিমূলবাবু অত্রি শর্মার চেম্বারে দেখা করলে অত্রিবাবু সংবেদনশীল মন নিয়ে বলেন, বাকি দুটি ইঞ্জেকশনই নয় তারা পদ্মশ্রীর জন্য সবরকম চিকিৎসা সহায়তা করবেন। একই আশ্বাস দেন কাজল সরকার ও দীনেশ আগরওয়ালাও। পদ্মশ্রী করিমুল হক তাঁর প্রতি সহযোগিতার জন্য আইনজীবী অত্রি শর্মা, কাজল সরকার, দীনেশ আগরওয়ালা, সোমনাথ চট্টোপাধ্যায় এবং খবরের ঘন্টার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্য হিমালয়ান আই ইন্সটিটিউটের প্রতিও।

পদ্মশ্রী করিমুল হক চোখের জটিল রোগে ভুগছেন। একটি ইঞ্জেকশন তাঁকে দেওয়া হয়েছে। আরও দুটি ইঞ্জেকশন দরকার। খবরের ঘন্টায় বুধবার তা সম্প্রচারিত হয়েছে। আজ শুক্রবার শিলিগুড়ি পঞ্জাবিপাড়ার বিশিষ্ট আইনজীবী অত্রি শর্মা জানাচ্ছেন, তাঁরা সবাই মিলে বাকি ইঞ্জেকশনগুলো প্রদান করার ব্যবস্থা নেবেন—

Posted by Khabarer Ghanta on Friday, October 2, 2020