
নিজস্ব প্রতিবেদনঃ সোমবার কিন্তু শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় করোনা সংক্রমন বাড়ল। এদিন শিলিগুড়ি পুর এলাকায় করোনা সংক্রমনের সংখ্যা ৯২ যা রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে।

দার্জিলিং জেলা প্রশাসন সূত্রের খবর, সোমবার গোটা দার্জিলিং জেলায় করোনা সংক্রমন সংখ্যা ১৩৫। এরমধ্যে দার্জিলিং জেলার অধীন শিলিগুড়ি পুর এলাকায় সংক্রমণ সংখ্যা ৫২। দার্জিলিং পুর এলাকায় এদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ জন, শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে এই সংখ্যা ৬ জন, সুকনায় ৫, কার্শিয়াং ২, মাটিগাড়ায় ২৯, মিরিকে ৫, নকশালবাড়ি ১৮, ফাঁসিদেওয়া ১০, পুলবাজার ৩, তাকদা ১। আর দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকা এবং জলপাইগুড়ি জেলার সংযোজিত ভক্তিনগর,এনজেপি থানা মিলিয়ে সমগ্র শিলিগুড়ি পুর এলাকায় এদিন আক্রান্তের সংখ্যা ৯২ জন।
অন্যদিকে হোম আইসোলেশন এবং সরকারি হাসপাতাল মিলিয়ে এদিন দার্জিলিং জেলায় মোট ৭০ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর।