দিনহাটার উপনির্বাচনে উদয়ন গুহের জয়লাভ

নিজস্ব প্রতিবেদন ঃ মাত্র মাস ছয়েক আগেই কোচবিহার জেলার দিনহাটা বিধান সভা কেন্দ্রের ভোটে সাংসদ নিশীথ প্রামাণিকের কাছে মাত্র ৫৭ টি ভোটে হেরেছিলেন উদয়ন গুহ।পরবর্তী সময়ে নিশীথ প্রামাণিক বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে ফিরে গেলে এই বিধান সভা টি ফাঁকা হয়ে যায়।তাই রাজ্যের বাকি তিনটি বিধান সভার সাথে গত ৩০ শে অক্টোবর উপ নির্বাচন অনুষ্ঠিত হয় দিনহাটাতে ও।মঙ্গলবার ২ রা নভেম্বর সকাল ৮টা থেকেই ভোট গননা শুরু হয়।প্রথম থেকেই অন্যান্য জায়গার মতন দিনহাটাতেও বিজেপি প্রার্থী অশোক মন্ডল পিছিয়ে পড়তে থাকেন।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তফাৎটাও বাড়তে থাকে।পনেরো রাউন্ড গননার পর দেখা যায় উদয়ন গুহ ১লাখ,৩১হাজার ৫৯৫টি ভোটে এগিয়ে আছেন। ঊনিশ রাউন্ডের পর দেখা যায় তৃনমুল পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ৫৭৫ টি ভোট,বিজেপি পেয়েছে ২৫ হাজার ৪৮৬ টি ভোট এবং ফরওয়ার্ড ব্লক পেয়েছে ৬ হাজার ২৫৮ টি ভোট। মোট ভোটের ৮৪.০৮ % পেয়েছে তৃণমূল,১১.৩০ % পেয়েছে বিজেপি,২.৭৯%ভোট পেয়েছে ফেডারেল ফ্রন্ট। নটাতে ভোট পড়েছে ১.৭৫% । তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ১ লাখ ৬৪ হাজার ৮৮ টি ভোটে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে। ভেটাগুড়ির ৭/২৩৪ নম্বর বুথে বিজেপি পেয়েছে মাত্র ৯৫ টি ভোট, আর তৃণমূল পেয়েছে ৩৬০ টি ভোট।২৭৫ টি ভোটে এই বুথে বিজেপি পরাজিত হয়েছে।