
নিজস্ব প্রতিবেদন ঃ ২রা ডিসেম্বর থেকে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে চলেছে ৪০ তম উত্তরবঙ্গ বইমেলা। ২ ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে । এই মেলায় উল্লেখযোগ্য অক্সফোর্ড, মিত্র ও ঘোষ, এবং কমিক্স জগতের নামী প্রকাশক সেন্টুর কার্টুন স্টল থাকছে । এ বছর বাংলা, ইংরেজি,হিন্দি মিলিয়ে কমপক্ষে ৭০ টি স্টল অংশ নিচ্ছে এই উত্তরবঙ্গ বইমেলায়।
বইমেলা উপলক্ষে ৩ ডিসেম্বর শনিবার বেলা তিনটায় বাঘাযতীন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা হবে । এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৪ রা ডিসেম্বর সন্ধ্যায়। ১০ ডিসেম্বর দুপুর দুটায় বইমেলা প্রাঙ্গনে থাকছে বসে আঁকো প্রতিযোগিতা। উত্তরবঙ্গ বইমেলার শেষ দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থাকছে বিখ্যাত বাংলা ব্যান্ড সুরজিৎ ও বন্ধুরা।
