নকশালবাড়িতে রিচা ঘোষকে জাঁকজমক সংবর্ধনা, ক্রিকেট কোচিং ক্যাম্প গড়ে তুলতে এগিয়ে এলেন বিশ্বকাপ তারকা

নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির মাটিতে সোমবার দেখা গেল এক উৎসবমুখর আবহ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে বিশ্বকাপজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষকে প্রদান করা হল ব্যতিক্রমী ও বর্ণময় সংবর্ধনা। সকাল থেকেই বাজার এলাকা ভরে ওঠে মানুষের ঢল—ছোট-বড় ক্রীড়াপ্রেমী, স্কুল–কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকাবাসী, সবার চোখে সেই একই আকাঙক্ষা—একবার প্রিয় তারকাকে দেখা।

সংবর্ধনার অংশ হিসেবে খোলা জিপে রিচাকে নিয়ে নকশালবাড়ি বাজার পরিক্রমা করানো হয়। রাস্তার দু’ধারে থাকা মানুষজন করতালি, ফুলের ঝরনা আর উচ্ছ্বাসে তাকে স্বাগত জানান, পুরো এলাকা মুহূর্তে পরিণত হয় আনন্দের মেলায়।

পরে রিচা ঘোষ পরিদর্শন করেন নকশালবাড়ি স্কুল ডাংগি অঞ্চলের একটি জমি এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতের আরেকটি নির্দিষ্ট স্থান—যেখানে তার উদ্যোগে ক্রিকেট কোচিং ক্যাম্প গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেখানে ইনডোর স্টেডিয়াম বা সম্পূর্ণ ক্রিকেট গ্রাউন্ড নির্মাণের সম্ভাবনার কথাও জানান মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ।

সংবর্ধনা মঞ্চে বিভিন্ন ক্লাব, ক্রীড়া সংস্থা ও স্কুল পড়ুয়ারা রিচাকে শুভেচ্ছা জানায়। অঞ্চলের তরুণ–তরুণীদের উদ্দেশে রিচা বলেন,
“গ্রামের ছেলেমেয়েদের উন্নতির লক্ষ্যে কাজ করতে চাই। সুযোগ ও সঠিক প্রশিক্ষণ মিললে এখান থেকেও জাতীয় স্তরের প্রতিভা উঠে আসতে পারে।”

স্থানীয় ক্রীড়া মহলের বক্তব্য—রিচার এই সফর এলাকায় নতুন উদ্দীপনা যোগাল। নকশালবাড়ির ক্রীড়ামুখী পরিবেশে এক নতুন অধ্যায়ের সূচনা হল বলেই মনে করছেন সবাই। এলাকাবাসীর আশা, এই উদ্যোগ উত্তরবঙ্গকে ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটার উপহার দেবে।