পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস: “এইচআইভি আক্রান্তের পাশে থাকুন” — শিলিগুড়িতে সচেতনতার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন:
পয়লা ডিসেম্বর, বিশ্ব এইডস দিবসে শিলিগুড়িতে স্বাস্থ্য সচেতনতা এবং এইচআইভি/এইডস নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হলো। এদিন “এইচআইভি আক্রান্তের পাশে থাকুন” বার্তাটি তুলে ধরেন স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্টবেঙ্গল ভলান্টারি হেলথ এসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী তরুন মাইতি।

শিলিগুড়ি জলপাইমোড়ে এ উপলক্ষে তরুনবাবুরা একটি পথসভা আয়োজন করেন। সেখানে স্থাপন করা স্টল থেকে বিনামূল্যে কন্ডোম বিতরণ করা হয়। একই সঙ্গে নাটক ও সঙ্গীতের মাধ্যমে সাধারণ মানুষকে এইডস এবং এইচআইভি নিয়ে সচেতন করার প্রচেষ্টা চালানো হয়। তরুন মাইতি ছাড়াও শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রির সমাজসেবী কৌস্তুভ দত্ত এবং দীর্ঘদিন ধরে এইডস সচেতনতার জন্য কাজ করা সুচন্দ্রা মাইতি এদিন সচেতনতা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন।

এর আগে রবিবার শিলিগুড়ি খালপাড়ায় যৌনকর্মীদের মধ্যে এইডস সচেতনতা বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এছাড়াও, স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এদিন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যাতে বিভিন্ন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বিশেষ বার্তায় তরুন মাইতি বলেন, “এইচআইভি আক্রান্তদের সামাজিক বঞ্চনা থেকে মুক্ত রাখতে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। সচেতনতা এবং সহমর্মিতা শুধু রোগ প্রতিরোধই নয়, মানবিক দায়িত্বও।”

শিলিগুড়িতে এ ধরনের উদ্যোগ এইডস সচেতনতার সঙ্গে সমাজে মানবিক দৃষ্টিকোণ ও সহমর্মিতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।