মশারির মধ্যে ভাইরাস মুক্ত আলুর বীজ উৎপাদনের উৎসাহ কৃষি দপ্তরের

নিজস্ব প্রতিবেদন ঃউৎকৃষ্টমানের আলুর বীজ কেনা বা চাষের জন্য আর অপেক্ষা করে থাকতে হবে না পাঞ্জাব, লুধিয়ানা বা গুজরাতের দিকে। কারণ এখন রাজ্য সরকারের কৃষি উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের কৃষি গবেষনা কেন্দ্রের সহযোগিতায় উন্নত মানের প্রায় ষোল রকমের আলু বীজের ঘরোয়া উৎপাদন এবং তার পরীক্ষামূলক গবেষণা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লক এর শ্রীকৃষ্ণপুর এলাকায়।

সাড়ে ছয় একর জমিতে চাষ হচ্ছে আলুর বীজ। পেশায় প্রাথমিক শিক্ষক পলাশ দাশ জানান, বহুদিন ধরেই বিভিন্ন উন্নত প্রজাতির রকমারি সবজি চাষ এবং আলু চাষ তার নেশা। সেই নেশায় বুঁদ হয়ে এবার শ্রীকৃষ্ণপুরে এই আলুর বীজ উৎপাদনের উদ্যোগ নিয়েছেন তিনি।জলপাইগুড়ি কৃষিবিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ডাক্তার মাহফুজ আলম জানিয়েছেন, স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তির চাষ হচ্ছে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে। তাই চাষীদের বীজের জন্য আর পাঞ্জাব লুধিয়ানার জন্য অপেক্ষা করে থাকতে হবে না। অল্প মূল্যে কৃষকরা ঘরে বসেই আলুর বীজ পেয়ে যাবেন, ক্ষমতা হবে অনেক বেশী, উৎপাদন হবে অনেক বেশি।বিরাট মশারির মধ্যে ভাইরাস মুক্ত আলুর বীজ উৎপাদন হচ্ছে।