
নিজস্ব প্রতিবেদন ঃ বিগত সাত মাস ধরে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলী শহর উন্নয়নে বহু কাজ করেছে।আগামীতে শহরের যানজট সমস্যা, পানীয় জল, ডাম্পিং গ্রাউন্ড, মহানন্দা ফুলেশ্বরী জোড়াপানি নদী সংস্কার সহ অন্যান্য নানা সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছে।আর সেই সব কাজকে বাস্তবায়নের জন্য শিলিগুড়ির মানুষের দরকার, আসন্ন পুরভোটে সর্বত্র বেশি বেশি করে তৃনমুল কংগ্রেসকে সমর্থন করা। শনিবার খবরের ঘন্টার সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথাই জানিয়েছেন শহরের বিশিষ্ট তৃনমুল নেতা রঞ্জন সরকার। বিগত সাত মাস ধরে শিলিগুড়ি পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য হিসেবে কাজ করেছেন রঞ্জনবাবু।এবার পুরভোটে পনের নম্বর ওয়ার্ড থেকে তৃনমূলের প্রার্থী হয়েছেন রঞ্জনবাবু। এদিন সকলকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে রঞ্জনবাবু বলেন, প্রয়াত অরবিন্দ ঘোষ যেভাবে পনের নম্বর ওয়ার্ডকে সাজাতে চেয়েছিলেন ঠিক সেই ভাবেই সকলের মতামত নিয়ে তিনি ওই ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন। সোমবার মনোনয়নপত্র দাখিল করবেন রঞ্জনবাবু।এখন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছেন। গত নির্বাচনে পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছিলেন।
