
নিজস্ব প্রতিবেদনঃশিলিগুড়ি প্রধান নগর বাঘাযতীন কলোনীর বাসিন্দা চন্দনা মহন্ত(৩৫) দীর্ঘদিন ধরে আর্থাইটিসে ভুগছেন।দীর্ঘদিন ধরে চন্দনা বিছানায় শয্যাশায়ী।তিন বোন,ভাই নেই।।তার বাবা বৃদ্ধ,কানে শোনেন না। মাও দীর্ঘদিন কঠিন রোগে ভুগে মারা যান।এরকম অবস্থায় তার বড় দিদি তাদের সঙ্গে থেকে যান।জামাইবাবু চন্দনাকে স্নান করানোর জন্য কোলে নিয়ে বাথরুমে নিয়ে যান।তাদের বাড়ির জীর্ণতা ও বাবার আর্থিক দৈন্যতার জন্য চন্দনার চিকিৎসা সঠিক সময়ে সঠিকভাবে করানো যায়নি। সৌমী সংস্থার পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী মিলি সিনহা সহ অন্যরা বুধবার চন্দনাকে একটি হুইল চেয়ার ও ওষুধ কেনার জন্য ১০০০/_ টাকা প্রদান করেন।মিলিদেবী বলেন, সৌমী সংস্থা সবসময় মানুষের পাশে তাদের সার্মথ্য অনুযায়ী হাত বাড়িয়ে দেয়।।এরকম কোন খবর পেলে সাহায্যের জন্য এগিয়ে যায়।
