পড়াশোনার সঙ্গে সঙ্গীত,অঙ্কন, হাতের কাজ সহ বিভিন্ন সৃজন কাজে এগিয়ে দেওয়া হচ্ছে এই স্কুলের মেয়েদের

নিজস্ব প্রতিবেদন :সেই স্কুলে ছাত্রীদের বিভিন্ন মনিষীর জীবনী পড়ানো হয় পালা করে। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে ভগিনী নিবেদিতা সহ অন্য মনিষীদের আদর্শ অনুসরণ করে মেয়েরা যাতে তাদের নৈতিক শিক্ষার মান উন্নত করতে পারে তার প্রয়াস চলছে। পড়াশোনার সঙ্গে সঙ্গে অঙ্কন, সঙ্গীত,নাট্য চর্চা, বিজ্ঞান মডেল তৈরি সহ বিভিন্ন সৃজনমূলক কাজে ছাত্রীরা কিভাবে বেশি বেশি করে যুক্ত হতে পারে তার চেষ্টাও চলছে। আর এভাবেই শিক্ষা প্রেমী মহলে সুনাম অর্জন করছে শিলিগুড়ি রবীন্দ্র নগর গার্লস হাই স্কুল। পিছিয়ে পড়া অনগ্রসর বহু মেয়ে পড়ে সেই স্কুলে। আর সেই মেয়েদের এগিয়ে দিতে স্কুলের সব শিক্ষিকা দিনরাত পরিশ্রম করে চলেছেন।স্কুলের প্রধান শিক্ষিকা দুর্বা ব্রহ্ম জানিয়েছেন, তাঁরা মেয়েদের শুধু পড়াশোনার চাপ দেন না।পড়াশোনার সঙ্গে সঙ্গে মেয়েদের সুসংহত বিকাশের জন্য তাঁরা মেয়েদের হাতের কাজ শেখাচ্ছেন। তার পাশাপাশি অঙ্কন,নৃত্য, নাট্য চর্চা, সঙ্গীত প্রভৃতি বিভিন্ন সৃজনমূলক কাজে উৎসাহ দিচ্ছেন। মেয়েদের কার মধ্যে কি প্রতিভা বা সম্ভাবনা রয়েছে তা আবিস্কার করে নিয়ে তাকে সেই দিকে উৎসাহিত করা হচ্ছে। মেয়েদের আত্মরক্ষার শিক্ষার দিকেও তাঁরা নজর রাখছেন। কোথাও কোনো ছাত্রী ইভটিজারের খপ্পরে পড়লে সেদিকেও নজর রেখে তাঁরা সমস্যা সমাধানের দিকে নজর রাখছেন বলে দুর্বাদেবী জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: