বাংলাদেশ থেকে আবারও সম্মান নিয়ে ফিরলেন শিলিগুড়ির কবি সুলেখা

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ একাই তিনি বাংলাদেশে যান, আবার একাই ফিরে আসেন। এবার নিয়ে চারবার গেলেন। বারবারে ঢাকা থেকে কবি ও প্রাবন্ধিক হিসেবে অনেক পুরস্কার বা সম্মান তিনি নিয়ে আসেন।এবারও তা নিয়ে এলেন। শিলিগুড়ির শিক্ষা কর্মী ও কবি সুলেখা সরকার গত ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন ঢাকায় গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তার বক্তব্য মেলে ধরে সেখানকার গুণীজনদের প্রশংসা কুড়িয়েছেন। একজন নারী হিসেবে অন্যরকম কাজ তিনি করে চলেছে। আগামী ৮ মার্চ নারী দিবসের প্রাক্কালে তিনি বলছেন, নারী, তুমি সাহসী হও। নারী, তুমি সাহসী হও সত্যের সঙ্গে। তুমি উঠে দাঁড়াও প্রতিবাদের সঙ্গে। তুমি এক এবং অনন্য।
শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় বাড়ি সুলেখা সরকারের। তিনি স্কুলে চাকরি করেন। আর অবসর পেলেই কবিতা লেখেন।লেখালেখি করেন বিভিন্ন প্রবন্ধ। এপর্যন্ত এক হাজারের উপর তিনি কবিতা লিখেছেন। আর তার কবিতার বই বেরিয়েছে ৬টি।আরও দুটি কবিতার বই শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। একদিনে দেশ-জাতি-ধর্ম কে মিলিয়ে ৫৬টি কবিতা লেখার অভিজ্ঞতা রয়েছে তার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত তো বটেই, বাংলাদেশেও তার কবিতা স্বীকৃতি পেতে শুরু করেছে। গত ১৯ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।২০ তারিখে ঢাকার কবিতা ক্যাফে যোগ দেন। একুশে ফেব্রুয়ারি জাতীয় কবিতা মঞ্চ, জাতীয় জাদুঘরে তিনি অনুষ্ঠানে যোগদান করেন।তাছাড়াও বাংলাদেশ স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির অনুষ্ঠানে গিয়ে তিনি মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠান হলে সেখানে শ্রেষ্ঠ সম্মাননা তার হাতে তুলে দেন বাংলাদেশের মন্ত্রী। একুশের স্মৃতি গোল্ড অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। কবিতা প্রতিযোগিতাতেও জিতেছেন পুরস্কার। সুলেখাদেবী জানিয়েছেন, তিনি চালিয়ে যাবেন তার কবিতা ও প্রবন্ধ লেখার কাজ।