গর্ভবতী মহিলাদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদন ঃ  ছোট শিশু অনীকের
জন্মদিন উপলক্ষে অনীকের বাবা দীপক মাঝি ও মায়ের সহযোগিতায় ………..
“আমরা বেকার” এর পরিচালনায় মঙ্গলবার মাটিগাড়া চা বাগানের ২০ জন গর্ভবতী মহিলার হাতে কিছু পুষ্টি কর খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।আমরা বেকারের তরফে সজল দত্ত জানিয়েছেন, অনীকের বাড়ি উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল লাগোয়া থিকনিকাটায়। জন্মদিন, বিবাহবার্ষিকী ইত্যাদির মতো অনুষ্ঠান কেও করতে চাইলে আমরা বেকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।যোগাযোগ নম্বর7908983807/
7908665823

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-