পিতৃ-মাতৃহীন অসহায় এক মেয়ের বিয়ে দিলেন খোদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদন ঃ  দুঃস্থ একটি মেয়ের বিয়ে দিত গিয়ে বিপাকে পড়েন তাঁর দিদি।মেয়েটির বাবা মা কেও নেই, অনেক আগেই মারা গিয়েছে।শেষমেষ খবরটি পেয়ে ওই মেয়েটির বিয়ে দেওয়ার পুরো দায়িত্ব নিয়ে নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এমনকি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যাদানও সারলেন মন্ত্রী।

    বাবা-মা এর মৃত্যুর পর তিন বোনেরই পরিস্থিতি ভালো নয় । তিন বোনের একটি আদরের ভাই ছিলো,কিন্তু সেই ভাইটিরও মৃত্যু হয়েছে অনেকদিন আগেই। তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে গেলেও ছোট বোন সোনালী রাজভরের বিয়ে নিয়ে সমস্যা তৈরি হয়। সোনালীর দিদি কোচবিহার দশ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ স্ট্রিটের বাসিন্দা টুকি রাজভর চিন্তায় পড়েন কিভাবে বোনের বিয়ে দেবেন। আর্থিক সমস্যা থাকায় বিভিন্ন জায়গায় সাহায্যের জন্য ঘুরেছেন টুকি রাজভর। শেষমেষ টুকি রাজভরের বোন সোনালী রাজভরের বিয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বিয়ের যাবতীয় খরচই শুধু নয়, রীতিমতো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কন্যাদানও সারেন মন্ত্রী নিশীথ প্রামানিক।স্বাভাবিকভাবেই মন্ত্রীর এই উদ্যোগে খুশি সোনালীর পরিবারসহ স্থানীয় বাসিন্দারা। কোচবিহার শহরের ১০ নম্বর ওয়ার্ডের দরিদ্র পরিবারের যুবতী সোনালী রাজভরের বিয়ে ঠিক হয় কিছুদিন আগে। কিন্তু আর্থিক সঙ্কটের জন্য কিভাবে বিয়ে পার করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে ওই পরিবার। এই খবরটি কোচবিহারের সাংসদ তথা মন্ত্রী নিশীথ প্রামানিকের কানে পৌঁছলে তিনি ওই যুবতীর বিয়ের সমস্ত খরচের দায়িত্ব নেন। শুধু তাই নয় বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই কন্যা দান করে সোনালী রাজভরের বিয়ে দিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক। তার এই কর্মকান্ডে খুশি ওই পরিবার থেকে এলাকাবাসী সকলেই। বিয়েতে আসা মানুষজনও মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

  • বিস্তারিত নিচের লিঙ্কে ক্লিক করুন —
  • https://youtu.be/J2PN6RDI7gw