
নিজস্ব প্রতিবেদনঃজন্মদিনের উপহার গাছ।শনিবার ছিল সারুগারা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের জন্মদিন। এ উপলক্ষে আমরা বেকার ( জার্নি ফর আওয়ার সোসাইটির ) পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে গাছের চারা উপহার দেওয়া হয়। আমরা বেকার সংগঠনের তরফে সজল দত্ত এখবর জানিয়েছেন। আমরা বেকার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কাছে প্রতিদিন রাতে দরিদ্র অসহায় মানুষদের খাবার পৌঁছে দেয়। তার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার অঙ্গ হিসাবে তাঁরা গাছ বিলি করেন।এরই অঙ্গ হিসাবে শনিবার তাঁরা রেঞ্জ অফিসারের জন্মদিনে গাছ তুলে দেন। পয়লা জুলাই চিকিৎসক দিবসেও তাঁরা গাছ বিলি করেন।
