
নিজস্ব প্রতিবেদন ঃ ইনারহুইল ক্লাব অব উত্তরায়ণের উদ্যোগে ৫০০ টি কাপড়ের থলি বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্লাস্টিক থলি বর্জন দিবস উদযাপন করা হল শিলিগুড়িতে।শিলিগুড়ি হায়দরপাড়া বাজারে
শনিবার এ-উপলক্ষ্যে অনুষ্ঠান হয়। সেখানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব উপস্থিত ছিলেন। প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জনের আওয়াজ ওঠে সেই অনুষ্ঠান থেকে। সেখানে উপস্থিত ইনার হুইল ক্লাবের কয়েকজন সদস্য বলেন, প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে পরিবেশের অবনতি হচ্ছে প্রতিদিন। সেই কারনে তাঁরা এদিন সকলের কাছে প্লাস্টিক ব্যাগ বর্জন করে কাপড়ের থলি ব্যবহারের আবেদন জানান। পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব ইনার হুইল ক্লাবের এই ভূমিকার তারিফ করেন।
