
নিজস্ব প্রতিবেদন ঃ শনিবার আলিপুরদুয়ারের বাসিন্দা রাজা সরকারের মেয়ে রাজপর্ণার জন্মদিন পালন করা হয় বীরপাড়ার হেভেনের আবাসিকদের সঙ্গে।তিনি হেভেনের আশিয়ানা গৃহের জন্য ১২ টি স্টিলের বেড দান করেন।তার সঙ্গে খাবারের ব্যবস্থাও করা হয়। খাবারের মেনুতে ছিল ভাত,ভেজ ডাল, পটল পোস্ত, পনির,মুরগির মাংস, কাতল মাছ,পাবদা মাছ,চাটনি,ভাজা,তিনরকমের মিষ্টি, আইসক্রিম। বিশিষ্ট সমাজসেবী সাজু তালুকদার জানিয়েছেন, রাজপর্না এদিন সাত বছরে পা দিয়েছে। প্রসঙ্গত রাস্তার ধারে পড়ে থাকা অসহায় মানুষদের তুলে এনে নিজের হেভেন শেল্টার হোমে আশ্রয় দিচ্ছেন সাজু তালুকদার। শুধু সেইসব মানুষদের আশ্রয়ই নয়, প্রতিদিন খাদ্যেরও ব্যবস্থা করেন সাজুবাবু।ফলে বহু মানুষ তাঁকে আজ সাক্ষাৎ ঈশ্বর হিসাবে চিহ্নিত করেন।
