মহিলাদের বিউটিপার্লারের প্রশিক্ষন উত্তর দিনাজপুর জেলার ইটাহারে

নিজস্ব প্রতিবেদন ঃ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে একদল মহিলাকে বিউটিপার্লার শেখানোর প্রশিক্ষন দেওয়ার কাজ শুরু হলো।গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার জন্য এই প্রশিক্ষন দেওয়া হচ্ছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বেকিডাঙ্গা এলাকায়। উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্র আধিকারিক সুনীল সরকার, প্রশিক্ষণ কর্মশালার পরিচালক নাগেশ রাই, দপ্তরের আধিকারিক শুভ দাস, সজল মজুমদার সহ অন্যান্যরা শনিবার প্রশিক্ষন কেন্দ্র এলাকা পরিদর্শন করেন। এখানে প্রশিক্ষণ নিয়ে মহিলারা নিজেরাই বিউটি পার্লার খুলে আর্থিক ভাবে স্বনির্ভর হতে পারবে।
এই শিবিরে এলাকার ৩৩ জন মহিলাকে প্রশিক্ষণ নিতে দেখা যায় অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে। প্রশিক্ষণ শিখে নিজেরা ব্যবসা শুরু করতে চাইলে তাদের এখান থেকে সরকারি ভাবে মুদ্রা লোন প্রদানেরও ব্যবস্থা হচ্ছে।