কলকাতায় চিকিৎসকদের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা,শিলিগুড়ির সীমা তৃতীয়

নিজস্ব প্রতিবেদন ঃ চিকিৎসক দিবসকে সামনে রেখে রবিবার কলকাতার সল্টলেকে কলকাতা মেডিক্যাল এসোসিয়েশন ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। সেই ম্যারাথনে দশ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান দখল করলেন শিলিগুড়ির সীমা চক্রবর্তী। প্রসঙ্গত আগামী ১৫ আগস্ট শ্রীলঙ্কায় আয়োজিত এক দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন সীমা।আর্থিক দিক থেকে অনগ্রসর গৃহবধূ সীমা। তাঁর শুধু নেশা দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া। শ্রীলঙ্কায় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে সীমাকে বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —