
নিজস্ব প্রতিবেদন ঃ আমবাড়ি ফালাকাটা পুলিশ ফাঁড়ি চত্বরে মঙ্গলবার নতুন পুলিশ ব্যারাকের উদ্বোধন হল।তার সঙ্গে লেডিজ চেঞ্জিং রুমেরও উদ্বোধন হয়। এর পাশাপাশি সেখানে বৃক্ষরোপনও হয়।পুলিশ কমিশনার গৌরব শর্মার হাত দিয়েই ওই উদ্বোধন অনুষ্ঠান হয়।সেখানে পদস্থ পুলিশ অফিসার জয় টুডু, শুভেন্দ্র কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
