উত্তরবঙ্গে মস্তিষ্ক চিকিৎসায় অদ্বিতীয় নাম ডাঃ মলয় চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন ঃ মস্তিষ্কের চিকিৎসায় উত্তর পূর্ব ভারতে এক যুগান্তকারী নাম ডাঃ মলয় চক্রবর্তী। প্রায় ত্রিশ বছর ধরে তিনি শিলিগুড়িতে মস্তিষ্কের বিভিন্ন চিকিৎসা এবং অপারেশন করে চলেছেন। তার আগে শিলিগুড়ি বা উত্তরবঙ্গে মস্তিষ্কের কোনও অসুখে মৃত্যু প্রায় অবধারিত ছিল। ডাঃ মলয় চক্রবর্তী শিলিগুড়িতে আসার পর মস্তিষ্কের চিকিৎসা এবং অপারেশনে নতুন দিগন্ত উন্মোচিত হয়।মৃত্যুপথযাত্রী বহু মানুষ তাঁর চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। এখনো প্রায় প্রতিদিনই তিনি মস্তিষ্কের বিরল সব অপারেশন করছেন। মঙ্গলবার ডাঃ মলয় চক্রবর্তী শিলিগুড়ি এস এফ রোডে সাংবাদিক বৈঠক করে জানান,আগামীতে মস্তিষ্কের আরও উন্নত চিকিৎসার জন্য তাঁরা তাদের ইউনিট বা টিমকে সম্প্রসারিত করছেন।আর মস্তিষ্কের চিকিৎসার জন্য আর উত্তর পূর্ব ভারতের মানুষকে অন্য রাজ্যে দৌড়ে যেতে হবে না। তবে চিকিৎসার বিভিন্ন খরচ সামাল দেওয়ার জন্য প্রতিটি মানুষকে মেডিক্যাল বিমা করবার ওপর তিনি জোর দেন। চিকিৎসা বিমা আজ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। মস্তিষ্কের টিউমারজনিত কারনে দৃষ্টি শক্তি খুইয়ে ফেলা এক রোগীনি সম্প্রতি তাদের চিকিৎসা এবং অপারেশনের পর সুস্থ হয়ে উঠেছেন বলে এদিন সাংবাদিক বৈঠকে জানানো হয়।