দৃষ্টিহীনদের মধ্যে স্টিক প্রদান মানবাধিকার সংগঠনের

নিজস্ব প্রতিবেদন ঃ বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন মানুষদের রাস্তা দিয়ে চলাফেরা করার সুবিধার্থে স্টিক প্রদানের মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে একটি মানবাধিকার সংগঠন।
স্মাইল ওয়েলফেয়ারের আবেদনের ভিত্তিতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটির তরফে বাগডোগরা ভুজিয়াপানি নিবাসী বিশেষভাবে সক্ষম উমাশঙ্করবাবুর হাতে একটি স্টিক তুলে দেওয়া হলো।ওই স্টিকটি পাওয়ার জেরে এবার তাঁর রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক সুবিধা হবে। এভাবে স্টিক প্রদানের মাধ্যমে বিভিন্ন দৃষ্টিহীন মানুষের পাশে দাঁড়িয়ে চলেছে ওই সংস্থা। কদিন আগেই শিলিগুড়ি আশিঘর মোড়ে একটি সংস্থার কার্যালয়ে গিয়ে তাঁরা এরকম স্টিক বিলি করেন দৃষ্টিহীনদের মধ্যে। মঙ্গলবার ভুজিয়াপানিতে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের সেই অনুষ্ঠানেন সংস্থার সম্পাদক পিন্টু ভৌমিক, কনভেনর বিষ্ণুপদ বিশ্বাস, এষা ভট্টাচার্য সহ অন্যরা উপস্থিত ছিলেন। দৃষ্টিহীন থেকে শুরু করে অন্য বিশেষভাবে সক্ষমদের পাশে তাঁরা আগামীদিনেও দাঁড়াবেন বলে সম্পাদক পিন্টু ভৌমিক জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —–