লকডাউনে কাজ নেই, অসুস্থ বন্ধুর জন্য মানবিক আবেদন বন্ধুর

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রামঘাট সেতুর পাশে পতিরামে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে দুই বন্ধু। তাদের বাবা মা নেই। দুই বন্ধুর একজন শঙ্কর শর্মা আরেকজন অভিজিৎ ভট্টাচার্য। বছর খানেক আগে একটি স্থানে রং এর কাজ করতে গিয়ে ডান পা কেটে যায় শঙ্করের। কিন্তু সে টেটব্যাগ ইঞ্জেকশন নেয়নি।এখন তার পা এর অবস্থা সঙ্কটজনক। স্কীন গ্রাফটিং না করালে সেই পা-তে ক্যান্সার হতে পারে। অথবা পা কেটে বাদ দিতে হতে পারে। অথচ সেই চিকিৎসার জন্য টাকা নেই শঙ্করের।

এখন অর্ধাহার অনাহারে তার দিন কাটছে। এই দুঃসময়েও তার সঙ্গী বন্ধু অভিজিৎ তাঁকে ছেড়ে যায়নি। করোনা লকডাউনের জেরে সম্প্রতি কাজ খুইয়েছে অভিজিৎ। তবুও বন্ধুর জন্য মানবিক সাহায্যের আবেদন জানাচ্ছে অভিজিৎ, যোগাযোগের নম্বর ৭০২৯১২১৪৫৫/7029121455

#মানবিক_সাহায্যের_আবেদন নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রামঘাট সেতুর পাশে পতিরামে একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে দুই বন্ধু।…

Posted by Khabarer Ghanta on Saturday, October 3, 2020