লকডাউনে হস্ত শিল্পের কাজে চট্টগ্রামের তমাল

শিল্পী পালিতঃ বাংলাদেশের চট্টগ্রাম থেকে তমাল কুমার শর্মা তাঁর হাতের কাজ নিয়ে লিখেছেন —

নমস্কার আমি তমাল কুমার শর্মা, রাউজান, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে।আমি মূলত একজন স্বর্নশিল্পী। বৈশ্যিক মহামারী করোনা ভাইরাসে সারাবিশ্বে যখন লকডাউনে আমরাও লকডাউনে ছিলাম। বেকার কোন কাজ নেই। বাসায় বসে থাকতে ভালো লাগছেনা। তাই হাতের কাজ গুলো করা।এগুলোর মূল ধারণা নিয়েছি ইউটিউব দেখে। ওখানে যা দেখেছি তা আমি নিজে অন্যভাবে চিন্তা করে করেছি। এগুলোর কোন প্রশিক্ষণ নিইনি শুধু ভিডিও দেখে করা এ-ই প্রথম। সবার আশির্বাদ কাম্য। আগামীতে আরও নতুন কিছু করার ইচ্ছে আছে। ধন্যবাদ শিল্পী দিদিভাইকে আমার হাতের কাজ নিয়ে জানতে আগ্রহ প্রকাশ করার জন্য। আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে।