মঙ্গলবার শিলিগুড়িতে করোনা আক্রান্ত ৬৭

নিজস্ব প্রতিবেদনঃ সোমবারের তুলনায় মঙ্গলবার আবার শিলিগুড়িতে করোনায় সংক্রমন একটু কমল। এদিন জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকা মিলিয়ে শিলিগুড়ি পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭।

জেলা প্রশাসন সূত্রের খবর, মঙ্গলবার গোটা দার্জিলিং জেলায় ১১৯ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে। এরমধ্যে দার্জিলিং জেলার শিলিগুড়ি পুর এলাকায় এই আক্রান্তের সংখ্যা ৪৭ জন। দার্জিলিং পুর এলাকায় এক জন, মিরিকে ৮, পুলবাজারে ১ এবং সুখিয়াপোখরিতে একজনের শরীরে এদিন করোনা সংক্রমন ধরা পড়ে। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়িতে ৫, মাটিগাড়ায় ২৪, নকশালবাড়িতে ১৭, ফাঁসিদেওয়ায় ৬ জনের শরীরে এদিন করোনা সংক্রমনের খবর মেলে। আর হোম আইসোলেশন সহ সরকারি ব্যবস্থাপনার হাসপাতাল থেকে ৭৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে এদিন বাড়ি ফিরেছেন।