সমাজের কথা চিন্তা করে এবার আতসবাজির উৎপাদন স্থগিত রাখলেন বাজি কারখানার মালিক

নিজস্ব প্রতিবেদনঃ করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এবার সমাজের স্বার্থে আতসবাজির উৎপাদন স্থগিত রাখলেন শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া লিউসিপাখরি হাতিরাম জোতের বাজি কারখানার মালিক জয়ন্ত সিংহরায়।

উত্তরবঙ্গের একমাত্র আতসবাজি কারখানা রয়েছে ফাঁসিদেওয়ার লিউসিপাখরি হাতিরাম জোতে। কারখানার নাম রাজ ফায়ার ওয়ার্কস। দুর্গা পুজোর আগেই প্রতিবছর সেখানে তুবড়ি, রং মশাল, চড়কি প্রভৃতি বাজি তৈরির প্রস্তুতি শুরু হয়। আলোর উৎসব দীপাবলির আগে সেই ব্যস্ততা আরও বেড়ে যায়। এবার কিন্তু সেই ব্যস্ততা নেই। কারখানার মালিক তথা বাজি শিল্পী জয়ন্ত সিংহরায় জানালেন, এবার পুজোর আগে সামান্য কিছু বাজি তৈরি হয়েছিল। তারপর করোনা পরিস্থিতির কথা চিন্তা করে সমাজের স্বার্থে আতসবাজি উৎপাদন স্থগিত রাখা হয়েছে। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা নতুন করে বাজি তৈরির বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করবেন।

প্রসঙ্গত এবার করোনা পরিস্থিতিতে বহু মানুষ আতসবাজির বিরুদ্ধে বক্তব্য রাখছেন। তাঁরা বলছেন, করোনায় বহু মানুষ সেরে উঠলেও তাদের ফুসফুসের কিন্তু ক্ষতি হচ্ছে। অপরদিকে বাজির ধোঁয়া ফুসফুসের ক্ষতি করে। তাই বাজির বিরুদ্ধে চারদিকে আওয়াজ উঠেছে। শিলিগুড়ির বিশিষ্ট সমাজসেবী, পরিবেশবিদ এবং আইনজীবী জ্যোৎস্না আগরওয়ালাও বলেছেন, এবার মানবিক কারণে বাজির ব্যবহার বন্ধ হোক। বাজির পাশাপাশি দীপাবলিকে সামনে রেখে জ্যোৎস্নাদেবী কলা গাছের অপব্যবহার, প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধেও বক্তব্য জানিয়েছেন। আর সব দিক চিন্তা করে বাজি কারখানার মালিক জয়ন্ত সিংহরায়ও বলেছেন, তাঁরা বাজির উৎপাদন স্থগিত রাখছেন।

https://www.facebook.com/423419938082487/posts/1066364650454676/