শিলিগুড়ি হিলকার্ট রোড ক্ষুদিরাম পল্লীর জগদ্ধাত্রী পুজোয় সকলের মঙ্গল প্রার্থনা

নিজস্ব প্রতিবেদন ঃএকইদিনে সপ্তমী,অষ্টমী ও নবমী পুজো সম্পন্ন হলো শিলিগুড়ি হিলকার্ট রোডের ক্ষুদিরামপল্লীতে।এই জগদ্ধাত্রী পুজোর আয়োজক স্থানীয় বাসিন্দা ইন্দ্রনীল মুখার্জী।ইন্দ্রনীলবাবু এবং তাঁর স্ত্রী চন্দ্রানী মুখার্জি জগদ্ধাত্রী মায়ের কাছে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।ঘরে ঘরে যাতে শান্তি বজায় থাকে এবং সবাই যাতে সুস্থ থাকেন সে প্রার্থনা করেন তারা।ইন্দ্রনীলবাবুর উদ্যোগে আয়োজিত এবারের এই পুজো চতুর্থ বর্ষে পদার্পন করেছে। বেশ নিষ্ঠা ও ভক্তির সঙ্গে পুজো হয় এই মুখার্জিবাড়িতে।পুরোহিত সঞ্জয় চক্রবর্তী সেখানে পুজোর বিভিন্ন কাজ করে ব
আসছেন নিষ্ঠার সঙ্গে।অপরদিকে
🛑শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে জগদ্ধাত্রী পুজোয় বিভিন্ন মানবিক কর্মসূচি
⭕জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হলো শিলিগুড়ি প্রধান নগরের শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রমে।বুধবার সেখানে জগদ্ধাত্রী পুজোর সঙ্গে সঙ্গে প্রসাদ বিতরণ হয়।তার পাশাপাশি দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বহু ভক্ত সেখানে উপস্থিত হয়েছিলেন। সকাল থেকে পুজোর সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ বেদান্ত আশ্রম ও মঠের বিভিন্ন স্বামীজি। এদিন সেখানে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী চন্দ্রানী দে সরকার।