বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে থেকে উৎসাহ

সজল কুমার গুহঃ ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদাসম্পন্নদের খোঁজখবর খবর নেওয়া হয় শিলিগুড়ি শিবমন্দিরস্থিত সৎসঙ্গ বিহার শিলিগুড়ি মন্দির ও আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে। শিবমন্দির ও মেডিকেল মোড়ে বিভিন্ন জায়গায় কেউ শারীরিক কেউবা মানসিকভাবে অক্ষম। কেউবা জন্মগত, কেউ পথদুর্ঘটনায় আবার কেউ কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে কোমর ভেঙ্গে একশ শতাংশ প্রতিবন্ধীত্ব নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছে পরিবারের ও কখনো কোন সহৃদয় ব্যক্তি ও সংস্থার বদান্যতায়।

গতবছর দুর্ঘটনায় বাম পা হারিয়ে ১৪ বছরের রাকেশ চলাফেরা করে ক্রাচ দিয়ে, কখনো লাফিয়ে লাফিয়ে মনের আনন্দে। অনেকেই স্থায়ী প্রতিবন্ধীর শংসাপত্র পায়নি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ থেকে।কেউ আবার আধার কার্ড পায়নি, অনেকের স্বাস্থ্য সাথী কার্ড নাই।কেউবা আশা করছে হুইলচেয়ার।সৎসঙ্গ ও আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে এদিন তাদের হাতে ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এদের পরিবারকে বলা হয়, বিশেষ কোনো দরকারে অবশ্যই যেন যোগাযোগ করে ফোনের মাধ্যমে। সৎসঙ্গ ও ভাষা সমিতি মনে করে মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো ভীষণ জরুরী এবং প্রয়োজনে আরও কিছু করার প্রত্যয় দেওয়া হয়।