
নিজস্ব প্রতিবেদন ঃ সপ্তাহব্যাপি রামায়নের সপ্ত কান্ড নিয়ে রাজধারী মুখোশ পালাগান সমাপ্ত হল শুক্রবার সকালে ।বৃহস্পতিবার সারারাত ব্যাপি এই গান মঞ্চস্থ হয় উত্তর দিনাজপুরের চোপড়ার সোনাপুর রামপাড়া গান মঞ্চে ।এই গান শুনতে আসেন উত্তর বঙ্গের বিভিন্ন জেলা সহ প্রতিবেশী বিহার রাজ্য থেকেও ।এই গানের বিশেষ আকর্ষণ হল,কাঠের তৈরি মুখোশ পড়ে রাবন মহিরাবন কুম্ভ কর্ণ হনুমান ইত্যাদি সেজে রামায়ণের সপ্তকাণ্ড দৃশ্যগুলি মঞ্চস্থ করা হয়। দলের পক্ষে সুবোধ রায় কমলা কান্ত রায় সুবল রায় রাধকান্ত ও সুবাস রাম জানান, প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে মুখোশ শিল্পীরা সপ্তাহ ব্যাপি এই গান করে থাকেন পুরনো লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য ।গত শনিবার এই গান শুরু হয়, শেষ হয় শুক্রবার সকালে ।শনিবার বিকেলে অনুষ্ঠিত হবে কৃষ্ণ লীলা ।চোপড়ার প্রবীণ লোকশিল্পী তথা মুখোশ দল পরিচালক সুবল গোপ জানান, চোপড়ার মুখোশ গান একটি শতাব্দী প্রাচীন লোক সংস্কৃতি ।তাই এই গান আট থেকে ,আশি সকলেই ভালবাসে ।
