
নিজস্ব প্রতিবেদন ঃ মেয়েরা কিভাবে নিজেদের আত্মরক্ষা করবে তার এক প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শিলিগুড়ি ইসকন মন্দির চত্বরে। শুক্রবার শুরু হওয়া সেই শিবির তিন দিন ধরে চলবে।কুডো এম এম এ এসোসিয়েশন এবং বেঙ্গল ক্যারাটে একাডেমি এই শিবিরের আয়োজন করেছে।সেখানে এরই সঙ্গে শুরু হয়েছে ওয়েস্টবেঙ্গল কুডো ফ্রেন্ডশীপ প্রতিযোগিতাও।রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা সেখানে যোগ দিয়েছেন। শুক্রবার শিলিগুড়ি ইসকন অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে মার্শাল আর্ট আইকন মেহুল ভোরা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যতিক্রমী শিক্ষক সামসুল আলমও সেখানে উপস্থিত ছিলেন। আয়োজকদের তরফে যুগ্ম সম্পাদক সহদেব বর্মন এদিন এই শিবির সম্পর্কে কিছু তথ্য মেলে ধরেন।তিনি বলেন,ছেলেমেয়েদের মধ্যে আত্মরক্ষা বিশেষ করে স্বাস্থ্য ভালো রাখতেও কুডোর অনুশীলন জরুরি।
