৫ ডিসেম্বর পর্দা উঠছে ৪৩তম উত্তরবঙ্গ বইমেলার—প্রস্তুত শিলিগুড়ি, আসছে নামী প্রকাশকদের জমজমাট উপস্থিতি

নিজস্ব প্রতিবেদন:
গ্রেটার শিলিগুড়ি পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ৫ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য-উৎসব— ৪৩তম উত্তরবঙ্গ বইমেলা। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে টানা দশদিন ধরে চলবে এই বহু প্রতীক্ষিত মেলা, যার সমাপ্তি ১৪ই ডিসেম্বর।
এবারের বইমেলায় একাধিক নামী-দামী প্রকাশনার সমাবেশ ঘটছে—অক্সফোর্ড, পেঙ্গুইন, হার্পার কলিন্স, আনন্দ পাবলিশার্স, মিত্র ও ঘোষ, দে’জ পাবলিশিং, দেব সাহিত্য কুটির, দীপ প্রকাশন ও সোনার বাংলা সহ দেশব্যাপী স্বনামধন্য প্রকাশনাগুলি স্টল দিচ্ছে। পাশাপাশি তরুণ প্রজন্মের পাঠভাবনার কথা মাথায় রেখে জেন জেড-উপযোগী নতুন প্রকাশনাগুলিও প্রথমবারের মতো যোগ দিচ্ছে। বিভা প্রকাশন, শব্দ প্রকাশন, বুকফার্ম, ই-বুক লিস্ট ও বুকলুক— এগুলির মধ্যে উল্লেখযোগ্য।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী বাংলা, ইংরেজি ও হিন্দি মিলিয়ে মোট ৯৪টি স্টল মেলায় অংশ নেবে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ঠা ডিসেম্বর বিকেল ৪.৩০টায়। উদ্বোধন করবেন প্রখ্যাত সাহিত্যিক অমর মিত্র। প্রধান অতিথি থাকবেন শিলিগুড়ির মহানাগরিক গৌতম দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, টেক্সো ইন্ডিয়া ইউনিভার্সিটি ও ত্রিপুরার আচার্য সত্যম রায়চৌধুরী। এছাড়া রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী থাকবেন সম্মানীয় অতিথি হিসেবে।
মেলা চলাকালীন প্রতিদিন দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। আর সন্ধ্যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সংগঠন ও সাংস্কৃতিক দলের পরিবেশনায় রঙিন সাংস্কৃতিক অনুষ্ঠান সাজাবে মেলার অঙ্গন।
৭ই ডিসেম্বর থাকবে “বসে আঁকো প্রতিযোগিতা” ও কুইজ প্রতিযোগিতা।
১৪ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে ‘মেয়র অন কল’, যেখানে দর্শকদের প্রশ্নের সরাসরি উত্তর দেবেন গৌতম দেব।
সেইদিন রাত ৮টায় হবে পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠান।
বইমেলায় প্রবেশমূল্য নির্ধারিত হয়েছে সাধারণ প্রবেশের জন্য ২০ টাকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য ১০ টাকা। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মেলা।
বইমেলাকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শিলিগুড়ি জুড়ে। আগামী দশ দিনে পাঠক, লেখক ও বইপিপাসু মানুষের আনাগোনায় প্রাণবন্ত হয়ে উঠবে উত্তরবঙ্গের বৃহত্তম বই মেলা।