
নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার ভার্চুয়াল পদ্ধতির মাধ্যমে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রমা কেয়ার ফেসিলিটি ফেজ টুর উদ্বোধন হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করেন। এদিন এ-উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর বঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।এখানে সিসিইউ, অর্থোপেডিক, নিউরোসার্জারি প্রভৃতি বিভিন্ন বিভাগ রয়েছে। জরুরি দুর্ঘটনার চিকিৎসা ক্ষেত্রে বহু মানুষের উপকার হবে এই ট্রমা কেয়ার সেন্টারের মাধ্যমে।

আজকাল প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে মস্তিষ্ক বা হাড়ের চিকিৎসা করতে গিয়ে বেশিরভাগ সময় অসুবিধেয় পড়েন গরিব মানুষেরা। কেননা তাদের পক্ষে বেসরকারি হাসপাতালে গিয়ে সবসময় চিকিৎসা করা সম্ভব হয় না। তাই দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় একটি ট্রমা কেয়ার সেন্টার চালু করার দাবি উঠেছিল। আর সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হল সোমবার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেন। পর্যটন মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, এর জন্য আধুনিক সব যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে। আরও কিছু যন্ত্রপাতি আসছে। এটি চালু করতে প্রাথমিকভাবে দশ কোটি টাকা খরচ হয়েছে।