উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতেই শিলিগুড়ি পুরসভায় তৃনমূলের বোর্ড চাই বলে জানালেন দুলাল দত্ত

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি পুরসভার সংহতি মোড়, সুকান্ত নগর ও পার্শ্ববর্তী এলাকা নিয়ে সুন্দর সাজানো গোছানো ওয়ার্ড ৩৮ নম্বর ওয়ার্ড। দুলাল দত্ত ২০০৪ সাল থেকে এই ওয়ার্ডে জয়ী হয়ে আসছেন।এলাকায় সুন্দর রাস্তাঘাট দেখলেই অনেকের মন আনন্দে ভরে ওঠে। কিন্তু সেই ওয়ার্ডে এবারও তৃনমুল প্রার্থী দুলাল দত্ত নিজেকে পুরো নম্বর দিতে নারাজ।কারন তাঁর কথায়,আরও অনেক কাজ বাকি। এরমধ্যে জোড়াপানি নদীর বাঁধ যেমন রয়েছে তেমনই কুন্ডুপুকুর মাঠ বিউটিফিকেশন, এলাকায় একটি পার্ক নির্মাণ সহ আরও কিছু কাজ বাকি।আর উন্নয়নের সেই সব ধারাকে এগিয়ে নিয়ে যেতে হলে শিলিগুড়ি পুরসভায় তৃনমুল কংগ্রেসের পুর বোর্ড প্রয়োজন বলে দুলালবাবু মঙ্গলবার খবরের ঘন্টাকে জানিয়েছেন। তৃনমুল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই তিনি সেই দলে রয়েছেন। রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া এই কারনে যে এর মাধ্যমে বহু লোকের পাশে থাকা যায়, বহু মানুষকে সাহায্য করা যায়।বর্তমান শিলিগুড়ি পুরসভার সংযোজিত ৩১ থেকে ৪৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত তিনি তৃনমূলের দায়িত্বে রয়েছেন।