নিজস্ব প্রতিবেদক :
কোথাও নদীর স্বচ্ছ ধারা, কোথাও আবার পৌষ মেলার রঙিন মুহূর্ত—শিশু কিশোরদের রং তুলির আঁচড়ে ফুটে উঠল প্রকৃতি ও পরিবেশ ভাবনা। বিশেষ করে গাছ ও পরিবেশ রক্ষার বার্তা নানা চিত্রকর্মে আলাদা করে নজর কাড়ে। এমনই নানা বিষয়কে সামনে রেখে শুক্রবার শিলিগুড়ির উত্তরবঙ্গ পৌষ মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয় যোগাসন প্রদর্শনীরও।

নাচ, গান, অঙ্কন ও যোগাসনের সম্মিলনে এদিন মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর। সাংস্কৃতিক বৈচিত্র্যে ভর করে উত্তরবঙ্গ পৌষ মেলা এ বছরও সাধারণ মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। ৪ জানুয়ারি মেলার শেষ দিন হওয়ায় শনিবারও মেলার আনন্দ উপভোগ করতে বহু মানুষ ভিড় জমান। আয়োজকদের আশা, শেষ দিনে অর্থাৎ রবিবার দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে।
এই মেলার মাধ্যমে শুধু সাংস্কৃতিক চেতনার বিকাশই নয়, পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডও পরিচালিত হয়ে থাকে। মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলে রয়েছে হস্তশিল্পের সম্ভার, খাদ্যসামগ্রী, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, নাগরদোলা ও নানা ধরনের বিনোদনের আয়োজন। সঙ্গে রয়েছে নানা রকমের ঐতিহ্যবাহী পিঠে-পুলির সম্ভার।
সব মিলিয়ে ছোট-বড় সকলের কাছেই উত্তরবঙ্গ পৌষ মেলা প্রতিবছর এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয় এবং মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে নেয়।

