
নিজস্ব প্রতিবেদন:বিরাট আকারের মাছ দেখতে ভিড় উপচে পড়লো জলপাইগুড়ির দিনবাজারে।
জলপাইগুড়ির দিন বাজারে মাছ কিনতে আসা মানুষদের মধ্যে হঠাৎ তৈরি হলো উৎসবের মেজাজ।বেশ খুশি মাছ বিক্রেতারাও।আসলে বিহার থেকে শনিবার সকালেই মাছ বাজারে এসেছে বিরাট আকারের বাঘা মাছ। সেই মাছের আকৃতি ও ওজন প্রায় ৭০ কিলোগ্রাম । আর সেই মাছ দেখতে ভিড় উপচে পড়ে মাছ ব্যবসায়ী অশোক শা দাসের মাছের দোকানে। মাছটির ওজন প্রায় ৭০ কেজি। এতবড় মাছ দেখে তার স্বাদ কেমন হবে সেটা বুঝতে ৫০০ টাকা কেজি দরে ক্রেতারা কেনেন সেই মাছ। এত বড় বাঘা মাছ বাজারে এই প্রথম এসেছে বলে জানালেন বিক্রেতা অশোক শা। তার বক্তব্য, এটা গঙ্গার মাছ। বিহার থেকে এসেছে।জলপাইগুড়ির মানুষ এই মাছ সম্পর্কে সেভাবে অবগত নন।কিন্তু আজ এত বড় মাছ দেখে কিনছেন। এ রাজ্যের পাশাপাশি অসমেও এই মাছের চাহিদা অনেক।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
