
নিজস্ব প্রতিবেদন,আলিপুরদুয়ারঃ চা-বলয়ের মানুষকে আরও স্বনির্ভর করতে উদ্যোগী হলেন এসএসবি জওয়ানরা । বৃহস্পতিবার এসএসবি ৩৪ নম্বর ব্যাটিলিয়নের হিন্দুস্থান মোড়ের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা-বাগান এলাকার যুবক যুবতীদের স্বনির্ভর করতে শুরু হল বিভিন্ন প্রশিক্ষণ শিবির । চা-বলয়ের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের নিয়ে এদিন রহিমাবাদ চা-বাগান এলাকার ১২নম্বর এসএসবি ক্যাম্পে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় । এলাকার মহিলাদের জন্য বিউটিশিয়ান, ছেলেদের জন্য মোটর ড্রাইভিং, ইলেকট্রিক যন্ত্রাংশ মেরামতের প্রশিক্ষণ এবং কম্পিউটার ট্রেনিং শুরু হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসবির ডিআইজি পারশিট বিহারী, কমান্ডেন্ট রাজেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকার শিক্ষক মহম্মদ আবদুল গনী সহ অন্যান্য বিশিষ্ট জনেরাও সেখানে উপস্থিত ছিলেন । এই বিষয়ে শিক্ষক মহম্মদ আবদুল গনী বলেন,চা-বলয়ের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের খোঁজ করে তাঁদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ শুরু করা হয়েছে। কম্পিউটার এই সময় খুবই গুরুত্বপূর্ণ তাই ছেলেমেয়েদের কম্পিউটার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। কোর্স সমাপ্ত হলে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে।
