
নিজস্ব প্রতিবেদনঃ ব্যবসা অনেকেই করেন। কিন্তু অনেকে ব্যবসা করে নিজের সম্পদ কিভাবে দিনকে দিন বৃদ্ধি করবেন সেদিকেই শুধু নজর দেন। তারা যে সামাজিক প্রানী তা প্রমানই করতে চান না। আবার এই সমাজেই এমন অনেক ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং সংবেদনশীলতা প্রমান করেন তাদের বিভিন্ন কাজের মাধ্যমে। বৃহস্পতিবার এমনই একটি দায়বদ্ধতার প্রমান রাখলেন শিলিগুড়ি পরেশ নগরের আমার তাঁরা প্রতিষ্ঠানের দুই কর্নধার নবীনা সরকার
এবং তাঁর স্বামী সমীর পাল। এদিন শ্রাদ্ধানুষ্ঠানে তাঁরা দুঃস্থ অসহায় বৃদ্ধাদের হাতে বস্ত্র তুলে দেন। এইসব হতদরিদ্র বৃদ্ধাদের তাঁরা দুপুরবেলা পেট পুরে খাইয়েও দেন। এছাড়াও অনাথ আশ্রমের শিশুদের পাশেও দাঁড়ান এই দম্পতি।

গত ১৯ ফেব্রুয়ারী ৬৫ বছর বয়সে প্রয়াত হন আমার তাঁরার প্রধান কর্ণধার মায়া সরকার। বৃহস্পতিবার ছিল তাঁর শ্রাদ্ধানুষ্ঠান। সেই অনুষ্ঠানে মায়ের আত্মার শান্তি কামনায় মায়া সরকারের কন্যা নবীনা সরকার অসহায় দুঃস্থ বৃদ্ধাদের হাতে বস্ত্র তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন প্রয়াত মায়া সরকারের জামাতা সমীর পাল। এদিন অসহায় বৃদ্ধারা বস্ত্র নিয়ে এবং দুপুরের খাবার খেয়ে ওই দম্পতিকে দুহাত ভরে আশীর্বাদ করেন। তাদের এই সামাজিক ও মানবিক কাজ এলাকায় একটি নজির হয়ে থাকলো। সহযোগিতায় ছিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন টীম। ইউনিক ফাউন্ডেশন টীমের তরফে দীপ্তি পাল, সমাজসেবী শক্তি পাল সহ অন্যরা ওই দম্পতির এই মানবিক ও সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন।