পাহাড় বেড়াতে আসা পর্যটকদের এবার উপহার দেওয়া হবে দার্জিলিং চা

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ দার্জিলিং এবং সিকিম বেড়াতে এলে পর্যটকদের এবার বিনামূল্যে জলের বোতল দেওয়া হচ্ছে। কোনও পর্যটক যদি বিনামূল্যে ঠান্ডা পানীয় পান করতে চান তবে তিনি সেটাও পেয়ে যাচ্ছেন। পয়লা বৈশাখ থেকে এই উপহার হিসেবে পাওয়া তালিকায় সংযোজিত হচ্ছে দার্জিলিং চা। শিলিগুড়ির বিশিষ্ট ভ্রমণ ব্যবসায়ী বাপন মন্ডল এই উদ্যোগ নিয়েছেন। তার কথায়, পর্যটকরা আমাদের কাছে ভগবানের সমান। তাই তারা পাহাড় ও ডুয়ার্স ভ্রমণ করতে এসে যাতে সুন্দর একটি অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেই জন্যই তারা এই বিশেষ আতিথেয়তার উদ্যোগ নিয়েছেন।
গত ২৮ মার্চ থেকে যেসব পর্যটক বাপনবাবুদের মাধ্যমে দার্জিলিং সিকিম বেড়াতে আসেন তাদের হাতে বাপনবাবুরা একটি করে জলের বোতল উপহার হিসেবে বিনামূল্যে তুলে দিচ্ছেন। কোনও পর্যটক যদি ঠান্ডা পানীয় পান করতে চান তবে সেটাও বিনামূল্যে তারা দিয়ে দিচ্ছেন। তার সঙ্গে পর্যটকদের দলে শিশু থাকলে তাদের হাতে চকলেট এবং চিপসের প্যাকেট দেওয়া হচ্ছে বিনামূল্যে। বাপনবাবু জানিয়েছেন, পয়লা বৈশাখ থেকে তারা পর্যটকদের হাত দার্জিলিং চাএর প্যাকেট এক কেজি করে উপহার হিসেবে তুলে দেবেন। তারা তাদের বিভিন্ন গাড়ি চালকের জন্য ড্রেস কোডও চালু করেছেন। তারা চাইছেন, দার্জিলিং, সিকিম, ডুয়ার্স যেহেতু বিশ্বের অন্যতম পর্যটন কেন্দ্র সেই কারণে পর্যটকদের সঙ্গে আতিথেয়তার বিভিন্ন উদ্যোগ সরকারি ও বেসরকারীভাবে শুরু হোক। বাপনবাবু বলেন, তারা চান সমস্ত ট্যাক্সি ড্রাইভারদের জন্য সরকারিভাবে পোশাক চালু হোক। তাতে লেখা থাক, ওয়েলকাম টু বেঙ্গল- সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। দার্জিলিং পাহাড় ইন্ডিয়ার স্যুইটেস্ট পার্ট। তাকে কিভাবে আরো স্যুইট করে তোলা যায় তার ভাবনা হোক আরও বেশি বেশি করে। পর্যটকদের কোন অভিযোগ থাকলে কমপ্লেন বক্স রাখার ব্যবস্থা করা যেতে পারে। এই মুহূর্তে দার্জিলিং পাহাড় শান্ত থাকায় প্রচুর বুকিং শুরু হয়েছে।