৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস নিয়ে একটি ভাবনা–করোনার বার্তা

বাপি ঘোষ:বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছে নোবেল করোনা ভাইরাস। পৃথিবীতে এইসময়ের বলা চলে সবচেয়ে নৃশংস সন্ত্রাসবাদী হল করোনা। প্রায় দেড় বছর ধরে করোনা কার্যত থমকে দিয়েছে বিশ্বকে। যে মানুষ গরুর গাড়ির যুগ থেকে বিজ্ঞান প্রযুক্তিকে ধরে নেট-রকেট যুগে পৌঁছে গিয়েছিল সে মানুষ আজ স্তব্ধ। মৃত্যু আর মৃত্যু, কান্না আর কান্না। লকডাউনের জেরে বহু গরিব মানুষ পথে বসেছেন। অনেকের অর্ধাহারের দিন বাড়ছে। প্রিয়জনের বিয়োগ ব্যথায় বহ মানুষ আজ শোকে মুহ্যমান।বহ মানুষ আজ মানসিকভাবে অসুস্থ। এই অবস্থায় আমার কিছু উপলব্ধি আপনাদের সামনে শেয়ার করছি মাত্র।
করোনা প্রত্যক্ষ-পরোক্ষভাবে আমাদের কিছু বার্তা দিচ্ছে –এক) গাছ লাগাও প্রান বাঁচাও।একটি গাছ একটি প্রানের ভাবনাকে বুকের মধ্যে সকলে নাও। গাছের ভরপুর অক্সিজেন পৃথিবীকে বিষ মুক্ত করতে পারে। দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেনের জন্য আমরা কেমন হাহাকার লক্ষ্য করছি।তাই ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এবার মনপ্রাণ দিয়ে পরিবেশ বাঁচানোর শপথ নিতেই হবে
দুই) পৃথিবীকে দূষণ মুক্ত করতে হবে। আর তারজন্য প্লাস্টিক ক্যারিব্যাগ, থার্মোকল বর্জন করার ডাকে সকলকে সামিল হতে হবে। আমরা প্লাস্টিকের আবর্জনা দিয়ে পৃথিবীর নদী,নিকাশী স্তব্ধ করে দেওয়া থেকে শুরু করে অন্যান্য সমস্যা তৈরি করছি। করোনা আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার বার্তা দিচ্ছে। হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, মাস্ক বেঁধে রাখার পরোক্ষ বার্তা হলো পরিবেশকে শুদ্ধ করো।পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে তাই বন্ধ হোক প্লাস্টিক ক্যারিব্যাগ আর থার্মোকল এই আওয়াজ তুলুন
তিন) করোনা আমাদের জানান দিচ্ছে, মৃত্যু অসুস্থতা লকডাউনের জেরে সবাই বিধ্বস্ত হয়ে বসে পড়লে চলবে না। বেঁচে থাকতে হলে অনবরত লড়াই চালাতে হবে। মানুষকে বাঁচার জন্য তাঁর ভাগ্য নিজেকেই ফেরাতে হবে। বিজানীরা সেজন্য দিনরাত গবেষণা চালিয়ে একের পর এক টিকা উদ্ভাবন করছেন। টিকাইতো এখন জীবনের গান গাইবার বড় অস্ত্র। করোনা আমাদের আরও শিখিয়ে দিচ্ছে অসহায় গরিব মানুষের পাশে দাড়ানোতেই বাঁচার নতুন চাবি।মানসিক অবসাদ কাটিয়ে উঠতেই হবে।করোনা আমাদের আবারও হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, অর্থ প্রতিপত্তির অহংকারের কোনও মূল্য নেই। এক মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হতে পারে, অক্সিজেনের অভাবে থমকে যেতে পারে জীবন।বহু অর্থ সম্পত্তি দিয়েও সে জীবন ফিরবে না। তাই লড়াইয়ের প্রদীপ জ্বালাও নিজের ভেতরে। যোগ করো, যোগ– বিয়োগ আটকাতে যোগ করো।