রিকশা চালকদের ডায়াবেটিস প্রায় নেই, শহর আর গ্রামীন মানুষের রোগের ধরনে বহু ফারাক

নিজস্ব প্রতিবেদন ঃ  শহরের মানুষের যেসব রোগ আজকাল ধরা পড়ছে, গ্রামের মানুষের সেসব রোগ নেই। অফিসে বসে বসে কাজ করা শহুরে বাবু আর গ্রামের কৃষকের মধ্যে রোগের অনেক ফারাক।শহরেও একজন রিকশা চালকের ডায়াবেটিস দেখা যায় না, কিন্তু শহুরে বাবুদের ঘরে ঘরে ডায়াবেটিস। আবহাওয়া বদলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে রোগের ধরনও বদলে যাচ্ছে। মানুষের খাদ্যভাস এবং জীবনযাত্রা বদলে যেতে থাকায় সুগার,প্রেসার,ইউরিক এসিড,থাইরয়েড,ফ্যাটি লিভার,গল ব্লাডার স্টোন, কিডনি স্টোন বাড়ছে।অতীতে এসব চিহ্নিত করার পদ্ধতি বা ডায়াগনস্টিক পদ্ধতিও তেমন ছিলো না।এখন ডায়াগনস্টিক পদ্ধতি অনেক আধুনিক হওয়ায় রোগ চিহ্নিতকরনও হচ্ছে অনেক।আগামী পয়লা জুলাই চিকিৎসক দিবসকে সামনে রেখে এইসব বক্তব্য মেলে ধরলেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ রাজর্ষি গুহ।শিলিগুড়ি জেলা হাসপাতালের বিপরীতে তাঁর চেম্বার। শল্য চিকিৎসক হিসাবে তাঁর সুনাম রয়েছে ভালোই। ১৯৯১ সালে শল্য চিকিৎসার জগতে তিনি প্রবেশ করেছেন।শিলিগুড়ি শহরে শল্য চিকিৎসক হিসাবে তিনি কাজ করছেন ২২ বছর ধরে। শল্য চিকিৎসায় অনেক গুরুতর এবং ঝুঁকিপূর্ণ অপারেশন করেও তিনি সফল হয়েছেন।শল্য চিকিৎসক হিসাবে তাঁর হতযশ ভালোই রয়েছে বলে রোগী সাধারণের অনেকেই জানান।সেই রাজর্ষি গুহ বলেন, আমাদের শহর এলাকায় খাদ্যাভাস বদলে যাওয়া,হাঁটাহাটি না করা, জল কম খাওয়া, তৈলাক্ত খাদ্য গ্রহণ সর্বোপরি পরিবেশ বদলে যেতে থাকায় অনেক রোগের জন্ম হচ্ছে। আসন্ন চিকিৎসক দিবসের আগে তাঁর একটিই বার্তা,সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-