বাগডোগরাতে সংবর্ধিত পুলিশ কর্মী বাপন দাস

নিজস্ব প্রতিবেদনঃআমেরিকার নিউইয়র্ক শহরে থাকেন প্রবাসী বাঙালি কল্যাণ দেবনাথ । কল্যানবাবুর গ্রামের বাড়ি শিলিগুড়ি মহকুমার বাগডোগরা লোকনাথ কলোনিতে। সেখানেই তিনি ঝর্না দেবনাথ ফাউন্ডেশন নামে এক সংস্থা গঠন করেছেন ।এ বছর বিদেশ থেকে এসেই এলাকার বিভিন্ন সমাজসেবী সংস্থা এবং সমাজকর্মীদের তিনি উৎসাহিত করলেন ।রবিবার নিজের বাসভবনে এই প্রবাসী বাঙালি বিধান নগর তথা উত্তরবঙ্গের রক্তদান আন্দোলনের মূল যোদ্ধা বাপন দাস কে সংবর্ধনা দিলেন । কল্যানবাবু সেখানে বলেন, বাপন বাবুকে সংবর্ধনা দিতে পেরে আমি আপ্লুত। কারণ বাপন দাস শুধু রক্তদান নয়, সমসাময়িক বিভিন্ন সামাজিক কর্মসূচিতে নিজেকে জড়িয়ে রেখেছেন । একজন পুলিশ কর্মী যেভু এইভাবে সমাজ এর জন্য কাজ করে চলেছেন তা সত্যিই কুর্নিশ জানানোর মতো । সংবর্ধনা পেয়ে বাপন দাস বলেন, মানুষ মানুষের জন্য ।