
নিজস্ব প্রতিবেদন ঃ আগামী বছরের মার্চ মাস থেকেই জলপাইগুড়িতে পুরোদমে মেডিক্যাল কলেজ চালু করা যাবে। কলেজের পরিকাঠামো তৈরি আছে। মন্ত্রীসভার অনুমোদন মিলেছে। এখন অর্থ দফতরের অনুমতি পেলেই কলেজের অধ্যক্ষ নিয়োগ করা হবে। অধ্যক্ষের প্যানেল তৈরি করা আছে। এমনটাই জানালেন জনস্বাস্থ্য মোকাবিলায় উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চিকিৎসক সুশান্ত রায় । শনিবার জলপাইগুড়িতে মেডিক্যাল কলেজের পরিকাঠামো কেমন আছে তা খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনের ছয় সদস্যের এক প্রতিনিধি দল জলপাইগুড়িতে আসেন। জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এবং জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের পরিকাঠামো কেমন আছে তা ঘুরে দেখেন তাঁরা।
