
নিজস্ব প্রতিবেদন ঃচেষ্টা হাত বাড়ালেই বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে রবিবার দুজন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। লকডাউনের ফলে যেসকল মানুষ অসহায় হয়ে পড়েছে তাদের হাতে *আত্মনির্ভরচেষ্টার অঙ্গ হিসাবে * সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।কোচবিহারের
রামকৃষ্ণ পল্লী এবং নিশিগঞ্জের নলঙ্গি বাড়ি এলাকায় ওই অনুষ্ঠান হয়। সোমা রায় এবং টুম্পা দেবনাথ নামে দুজনের হাতে ওই সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে তাদের এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে।
