
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ডাবগ্রাম নিবাসী বর্ষিয়ান পাওয়ার লিফটার গোপাল গুহকে সংবর্ধনা জানালো দার্জিলিং জেলা পাওয়ার লিফটার এসোসিয়েশন। রবিবার বিশ্ব বিখ্যাত পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী এবং আইনজীবী অখিল বিশ্বাস, কাকলি বোস প্রমুখ গোপাল গুহকে সংবর্ধনা জানান। ২০১১ সালে তাইওয়ানে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিংয়ে পদক জিতেছিলেন গোপালবাবু।
