
নিজস্ব প্রতিবেদন ঃটাকা ভর্তি মানিব্যাগ পেয়ে তা ফেরত দিয়ে সততার পরিচয় দিলেন এক মোটরবাইক মেকানিক।
জলপাইগুড়ি শহরের কামারপাড়ার ঘটনা। কুড়িয়ে পাওয়া মানিব্যাগ পেয়ে থানায় হাজির হলেন মোটরবাইক মেকানিক বিশ্বজিৎ তন্ত। মানি ব্যাগের মধ্যে ছিলো পাঁচশ টাকার কিছু নোট।টাকা সমেত মানিব্যাগটি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় জমা দিয়েছেন তিনি।
